হুজাইফা ইজরা, মুন্সীগঞ্জঃ– মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ৯ই সেপ্টেম্বর মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর পুরনো ফেরিঘাট এলাকার ফল মার্কেটের সামনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ সদর থানার আয়োজনে মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন পঞ্চসার ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও ছাত্র জনতা ।
এ সময় সম্প্রীতি ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আগত অতিথিবৃন্দ ।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ,
এ সময় মহিউদ্দিন আহমেদ বলেন বলেন বিভিন্ন জায়গায় বিএনপির নাম ব্যবহার করে সন্ত্রাসীরা চাঁদাবাজি করছে তাদেরকে ধরিয়ে দিন। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে।
সদর থানার অফিসার ইনচার্জ খলিলুর রহমান বলেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করা হবে ও , থানা থেকে লুট হওয়া এখনো ৩২ টি অস্ত্র আমরা পাইনি যার কাছে থাকুক না কেন আপনারা স্বইচ্ছায় জমা দিন, না দিলে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর ফকির, মুন্সিগঞ্জ জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক সিরাজ ডালী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি হাসেম সদর থানা কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বজ্রযোগনী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মন্টু, মহাকালী ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির মেম্বার, রামপাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বাক্কার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।