সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :

হিন্দু পরিবারের দখলবাজিতে অতিষ্ঠ হয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৯ বার পঠিত

নুরুল আবছার, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ- কক্সবাজারের পূর্ব লারপাড়ার একটি হিন্দু পরিবারের দখলবাজিতে অতিষ্ঠ হয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। স্থানীয় সৈয়দ করিমের ক্রয়কৃত জায়গায় একটি হিন্দু পরিবারের জায়গায় দখলবাজি হয়রানির দায়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গতকাল ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল সাড়ে তিনটায় কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় পূর্ব লারপাড়ার নোঙ্গরের পাশ্বে মেইন রাস্তার ধারে এই মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয় এলাকাবাসীর দাবী ইসলামাবাদ এলাকায় গীতাপল্লীতে হিন্দু সম্প্রদায়ের একটি অসাধু পরিবার লক্ষস মল্লিকের লোকজন মিলে একই এলাকার রতন ধরের বিক্রি করা জায়গায় দফায় দফায় দখলবাজিসহ হয়রানি করে আসছে।

কিন্তু জায়গাটি স্থানীয় সৈয়দ করিমের বায়না সূত্রে মালিকানা হওয়ায় সৈয়দ করিমকে বিপাকে ফেলেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। এতে করে প্রতিনিয়ত আইনশৃঙ্খলার অবনতি ঘটার ঘটনাও ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি বারবার পদক্ষেপ নিলেও স্থানীয় মূল জায়গার মালিক রতন ধর ও বায়না সূত্রে জমির মালিককে হয়রানি করে পার পেয়ে যাচ্ছে, এই হিন্দু সম্প্রদায়ের লোকজন। এতে পরিত্রাণ পেতে প্রশাসনের ধারে ধারে ঘুরেও কোন সুরাহা না পাওয়ায় স্থানীয়রা মানববন্ধন করেন।

এসময় স্থানীয় মান্যবর ব্যাক্তিবর্গের মধ্যে যার যার অবস্থান থেকে প্রতিবাদ বক্তব্য তুলে ধরেন। স্থানীয় লক্ষস মল্লিকের লোকজন অহেতুক অন্যের জায়গায় দখলদারিত্ব করে হয়রানি করে আসছে। কিন্তু এর সুষ্ঠু সমাধান চাইতে আমরা আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি।

স্থানীয় রতন মল্লিকের কাছ থেকে খতিয়ান মূলে জায়গাটি রেজিস্ট্রার বায়না করেন সৈয়দ করিম। কিন্তু অহেতুক একটি পরিবার এসে কোন কাগজপত্র ছাড়া নিজেদের জায়গা দাবী করে হয়রানি করা মোটেও কাম্য নয়। এবিষয়ে একটি সুষ্ঠু সমাধান চাইতে এই মানববন্ধন।

মানববন্ধনে সৈয়দ করিম বলেন, আমি কাগজ মূলে সবকিছু ঠিকঠাক থাকার পর রতন মল্লিকের কাছ থেকে জায়গাটি বায়না সূত্রে ক্রয় করেছি, কিন্তু রতন মল্লিক আমাকে জায়গাটি বুঝিয়ে দিতে গেলেই লক্ষস মল্লিকের লোকজন হামলা চালিয়ে আসছে। এসব থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park