জশেদ মিয়া, মুন্সীগঞ্জঃ- মুন্সীগঞ্জে চালককে হত্যা করে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বজ্রযোগিনী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালক মোহাম্মদ অনিক (২৫) সদরের পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই এলাকার মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৯টার দিকে বজ্রযোগিনী এলাকার আটপাড়া সড়কে কে বা কারা অটোচালক অনিককে ছুরিকাঘাত করে দ্রুত অটো রিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত অনিকের বাবা সেলিম মিয়া জানান, কিছু দিন আগে কেনা নতুন অটোরিকশা নিয়ে আজ সন্ধ্যায় অনিক বাড়ি থেকে বের হন। পরে রাত ১০টার দিকে তাঁরা সংবাদ পান কে বা কারা অনিককে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে। সংবাদ পেয়ে তাঁরা হাসপাতালে ছুটে এসে দেখেন তাঁর ছেলে মারা গেছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরু মিয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহত অনিকের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।