হুজাইফা ইজরা- মুন্সীগঞ্জঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আগামী ০৫-০৬ জুলাই ২০২৪ ইং তারিখে পদ্মাসেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে সুধী সমাবেশ, পদ্মাসেতু মাওয়া প্রান্তে আয়োজিত সকল মাওয়া, মুন্সীগঞ্জ জেলা এবং গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া সফর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোহাম্মদ আসলাম খান পিপিএম।
এ সময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুমন দেব পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোহাম্মদ বদিউজ্জামান পুলিশ সুপার পদে পদোন্নতি, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব ইয়াসিনা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব থান্দার খায়রুল হাসান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) জনাব তোফায়েল আহমেদ সরকার সহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।