ঢাকা জেলা প্রতিনিধিঃ- এড. মোঃ শাহিন হোসেনঃ- ঢাকা মহানগর মুখ্য হাকিম (সিএমএম) জনাব, রেজাউল করিম চৌধুরীর পদোন্নতি ও বদলি জনিত কারণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ ২০২৪-২৫, আজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি জনাব, মো আব্দুর রহমান হাওলাদার, উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক জনাব, মোঃ আনোয়ার শাহাদাত শাওন।
এ সময় উপস্থিত ছিলেন, বিজ্ঞ জেলা জজ বাহাদূর, বিজ্ঞ মহানগর দায়রা জজ বাহাদুর, বিজ্ঞ চীফ জুডিশিয়ারির ম্যাজিস্ট্রেট। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ, ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য বৃন্দ (২০২৪-২৫)