জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কাজল রেখা শাখা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি কেটে নেওয়ার অপরাধে জব্বার (৬৫) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সে একই উপজেলার ধামারন গ্রামের মৃত আব্দুস ছোবহান ঢালীর ছেলে।
রোববার (৫ মে) দুপুরে উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু।
জানা যায়, উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে কাজল রেখা শাখা নদীতে ড্রেজার বসিয়ে মাটি কেটে পাশের কবরস্থান ভরাট করছিলেন সাবেক ইউপি সদস্য জব্বার।
ড্রেজার মালিক জব্বার বলেন, কাঠাদিয়া শিমুলিয়া ইউপি চেয়ারম্যান নদী থেকে মাটি কাটার অনুমতি দিয়েছে। তার কথায় আমি নদীতে ড্রেজার বসিয়েছি।
এবিষয়ে কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনিছুর রহমান বলেন, আমি অনুমতি দেয়ারকে? আমি জনপ্রতিনিধি হিসেবে অবৈধ কাজে কেন অনুমতি দিবো? অনুমতি দেওয়ার এখতিয়ার শুধু মাত্র জেলা প্রসাশক ও ইউএনও মহোদয়ের রয়েছে ।
টঙ্গিবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪, ৫ ও ১৫ ধারা মোতাবেক ড্রেজার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ড্রেজার সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ড্রেজার মালিক জব্বারকে আটক করে নিয়ে আসা হয়েছিল। জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।