সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় গুরুতর আহত ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতেই পড়ে গিয়ে কপালে চোট। সেখান থেকেই রক্তক্ষরণ হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে করে তড়িঘড়ি নিয়ে আসা হয় এসএসকেএমে। বাড়িতে হাঁটতে গিয়ে পড়ে গিয়েছেন বলেই সূত্রের খবর। ইতিমধ্যেই তৃণমূলের এক্স হ্যান্ডেল থেকে মমতার কপাল ফেটে যাওয়ার ছবি প্রকাশ্যে আনা হয়েছে।
প্রয়োজন পড়লে ট্রমা কেয়ার ইউনিটে ও শিফট করা হবে পারে। আপাতত রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। আছন্ন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। উডবার্ন ওয়ার্ডে ভিআইপি কেবিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা চলছে।
ইতিমধ্যেই পরিবারের লোকজন সহ মন্ত্রী পরিষদের সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও।