সুজন চক্রবর্তী,আসাম (ভারত) প্রতিনিধিঃ ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ি ৩১ ডি জাতীয় সড়কের রাজগঞ্জের করতোয়া এলাকায় যাত্রী বোঝাই বাস ও ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হল ডাম্পার চালকের। মৃত চালকের বাড়ি গজলডোবা এলাকায় বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে প্রকাশ, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি ) শিলিগুড়ি থেকে একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস ফালাকাটা যাচ্ছিল।
একই রুটে ও একই অভিমুখে যাচ্ছিল ডাম্পারটি। করতোয়া এলাকায় ২টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ডাম্পারের কেবিনের সামনে দিকে ঝুঁকে যাওয়া কেবিনের কাঁচ ভেঙ্গে চালক নিচে পড়ে যায়।
গুরুতর আহত হয় ডাম্পার গাড়ির চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। চালককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।