সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ দিনদুপুরে কুপিয়ে ২ ব্যক্তিকে হত্যা করল দুর্বৃত্ত। এই নৃশংস ঘটনাটি সংগঠিত হয় আসামরাজ্যের কোকরাঝাড় জেলার ডিপ্লাই বিলে। বামুনপাড়া গ্রামের ২ জন লোককে অজ্ঞাত দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করে গা ঢাকা দেয়। শনিবার (৩ ফেব্রুয়ারি) দিনদুপরে এই খুনের ঘটনাটি ঘটে। খুন হওয়া ২ জন স্থানীয় বাজারের ব্যবসায়ী। একজন কোকরাঝাড়ের বালাঘাট গ্রামের প্রদীপ বাসুমাতারি শুকর বিক্রেতা।
অন্য একজন বাচ্ছা শেখর নামের শাকসবজির বিক্রেতা। বাড়ি ধুবুড়ি জেলায়। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ কোকরাঝড়ের পুলিশ সুপার দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। ইতিমধ্যেই দুর্বৃত্তকে ধরতে কােকরাঝাড় পুলিশ জোর তল্লাশি শুরু করেছে। নৃশংস ঘটনায় অঞ্চল জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।