সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ আসামরাজ্যের করিমগঞ্জ জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে পুলিশ নেশা বিরোধী অভিযান চালিয়ে বড়োসড়ো সাফল্য পেল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ ফেব্রুয়ারি ) দুপুরে করিমগঞ্জ জেলার চরগোলা এলাকায় অভিযান চালিয়ে মিজোরাম থেকে আসা এম জেড ০৪ এ ৪৮২৭ নম্বরের একটি মিনি লরিতে তল্লাশি চালিয়ে ভেতরের থাকা গোপন চেম্বার থেকে মোট ৫৫টি মাদক ভর্তি সাবান কেস উদ্ধার করে।
পাশাপাশি পুলিশ আটক করেছে জাউ চুয়ানা নামের মিজোরামের এক যুবককে। উদ্ধার হওয়া মাদকের কালোবাজারি মূল্য কোটি টাকা হবে বলে জানা গেছে। ধৃত পাচারকারীকে পুলিশ থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ধৃতের বিরুদ্ধে পুলিশ নির্দিষ্ট ধারায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।