সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ দিল্লির কালকাজি মন্দিরে বড়সড় দুর্ঘটনা। অস্থায়ী পাটাতন ভেঙে মৃত্যু হল ১জনের। ১৭ জন আহত হয়েছেন। পুলিশ সূত্রে প্রকাশ, অনুমতি ছাড়াই কালকাজির ওই মন্দিরে মাতা জাগরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রায় দেড় হাজার মানুষ জড়ো হয়েছিলেন। শনিবার (২৭ জানুয়ারি ) মাঝ রাতে ভিড়ের চাপে ভেঙে পড়ে কাঠ ও লোহা দিয়ে তৈরি অস্থায়ী পাটাতন।
১ জনের মৃত্যু হয়, কয়েকজনের আঘাত গুরুতর। উদ্যোক্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। এই অনুষ্ঠানের অনুমতি ছিল না বলেই খবর। সেখানেই একটা সময় একসঙ্গে মঞ্চে উঠে পড়েন বেশ কয়েকজন ভক্ত। আর তাতেই ঘটে দুর্ঘটনা।