সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ ভারতীয় অর্ডন্যান্স ফ্যাক্টরি অর্থাৎ সেনার গোলাবারুদের কারখানায় আচমকাই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সে ঘটনায় প্রাণ হারান এক কর্মী। বিস্ফোরণের নেপথ্য কারণ খুঁজতে শুরু হয়েছে তদন্ত। ভারতের মহারাষ্ট্রের ভান্ডারায় শনিবার (২৭ জানুয়ারি ) সকাল ৮ টায় হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে ওই কারখানা। আর সেই বিস্ফোরণের আগুনেই ঝলসে মৃত্যু হয় অবিনাশ মেশ্রাম (৫২) এর। দিনের প্রথম শিফ্টে কাজ করার সময় বিস্ফোরণ ঘটে।
ফলে আত্মরক্ষার কোনও পথ পাননি তিনি। সেই সময় ওই বিভাগে তিনি একা থাকায় আর কোনও প্রাণহানি হয়নি বলেই খবর। ঘটনার তদন্ত শুরু হয়েছে।