সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ ভয়াবহ পথ দুর্ঘটনা ভারতের পাঞ্জাবে। ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ। এরপরই আগুন ধরে যায় যাত্রীবাহী গাড়িতে। বন্ধ গাড়িতে আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন ৫ আরোহীই।
পুলিশ সূত্রে এ খবর, শুক্রবার (২৬ জানুয়ারি ) রাতে দুর্ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের হোশিয়ারপুর জেলায়। দ্রুতগতির গাড়িটি ট্রাকের সামনে সজোরে ধাক্কা মারে। এরপরই গাড়িতে আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল কর্মীরা।
আগুন নেভানোর পর গাড়ি থেকে ৫ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সংকটজনক অবস্থায় ১জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (২৭ জানুয়ারি ) সেই ব্যক্তিও চিকিৎসা চলাকালীন হাসপাতালে প্রাণ হারান। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।