সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :

আন্তরাষ্ট্রীয় সৌন্দর্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিরোপা লাভ করলেন আসামের অনুসুয়া

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ২৭৬ বার পঠিত

সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ মুম্বাই বলিউড পার্ক ফিল্ম সিটি সৌন্দর্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিরোপা অর্জন করলেন আসামরাজ‍্যের গহপুর জেলার অনুসুয়া বরা। গহপুর এলাকার ধেনুধরার ছাত্রী বরার এই কৃতিত্বের জন‍্য ধেনুধরাবাসী সহ বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছে।

বলিউড পার্ক সিটিতে অনুষ্ঠিত সুন্দরী প্রতিযোগিতায় ১০টি দেশের ৬০ জন প্রতিযোগী অংশ নিয়ে ছিলেন। অনুসুয়া বরা ” মিস গ্লোবাল ইন্টারন‍্যাশনাল উইনার ২০২৩-২৪” খেতাব অর্জন করে এবং ভারত তথা আসামের গৌরব এনে দিয়েছেন।

অনুসুয়া বরা তেজপুর কলেজের ৪র্থ সেমিস্টারের ছাত্রী। তার প্রধান বিষয় হিসেবে অসমিয়া এবং কত্থক নৃত‍্য অধ‍্যয়নরত। তিনি ধেনুধরা তথা লালুক থানার ১৩ ব‍্যাটালিয়নের সাব- ইন্সপেক্টর ডাম্বুরু বরা এবং কাকুমণি বরার মেয়ে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park