সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ অবশেষে রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা হল। নিজের হাতে পুজো দিয়ে সংকল্প করে প্রাণ প্রতিষ্ঠা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তারপরেই তিনি এমন এক কাজ করলেন যা দেখে অভিভূত গোটা দেশ।
প্রাণ প্রতিষ্ঠার পর রাম মন্দিরের বাইরে বেরিয়ে এসে তিনি মন্দিরের নির্মাণ কার্যের সঙ্গে যুক্ত শ্রমিকের প্রত্যেকের মাথায় ফুল বর্ষণ করলেন। রাম মন্দিরের জন্য যাঁরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন তাঁদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদি। ফুলের পাপড়ি দিয়ে হাসিমুখে সবাইকে বরণ করেন প্রধানমন্ত্রী।