সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :

নীলফামারীতে প্রচন্ড ঠান্ডায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ১২০ বার পঠিত

নীলফামারী জেলা প্রতিনিধি: ঘন কুয়াশা, হিমশীতল বাতাস আর হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় নীলফামারীর জনজীবন কাহিল হয়ে পড়েছে। সোমবার (২২ জানুয়ারি) সকালে নীলফামারীতে সর্বনিম্ন দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ।

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় সোমবার জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে দুইদিন পাঠদান বন্ধ ঘোষণা করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিক।

জেলা শিক্ষা অফিস থেকে জানান যায়,আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী ২২ ও ২৩ জানুয়ারি নীলফামারী তাপমাত্রা ৮.৮ ডিগ্রির নিচে থাকবে। এই কনকনে শীতের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত খুবই কষ্টকর হয়ে পড়ছে। তাপমাত্রা যদি আবারও ১০ ডিগ্রির নিচে নামে তাহলে শিক্ষার্থীদের স্বার্থে সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয়ের ছুটি বাড়ানো হবে।

জেলা শিক্ষা অফিস থেকে জানা যায়, তাপমাত্রা ১০ ডিগ্ৰির নিচে থাকায় ২২ ও ২৩ জানুয়ারি স্কুল বন্ধ থাকবে। তাপমাত্রা যদি আবারও ১০ ডিগ্রির নিচে নামে তাহলে শিক্ষার্থীদের স্বার্থে সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয়ের ছুটি বাড়ানো হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park