সুজন চক্রবর্তী, আসাম(ভারত) প্রতিনিধিঃ বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানাজানি হতেই সংসারে অশান্তি। যার জন্য শেষমেশ স্ত্রীকে সমূদ্রে ডুবিয়ে মর্মান্তিকভাবে হত্যা করল স্বামী। হত্যার ঘটনাটি আড়াল করতে এই ঘটনাটি দুর্ঘটনা বলে দেখানোর চেষ্টা করে ও রেহাই মিলল না ঘাতক স্বামী। অভিযুক্ত ভারতের দক্ষিণ গোয়ার এক নামী বিলাস বহুল হোটেলের ম্যানেজার গৌরব কাটিয়ার। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।
গৌরবের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন দীক্ষা। তা ঘিরেই শুরু হয় ঝামেলা। শুক্রবার (১৯ জানুয়ারি ) বিকেলে দীক্ষাকে নিয়ে সমুদ্রে স্নান করতে নামেন গৌরব। কিন্তু কিছুক্ষণ পর সৈকতে এসে চেঁচিয়ে সকলকে জানান তার স্ত্রী সমুদ্রে ডুবে গেছে।
প্রাথমিকভাবে সকলের ধারণা ছিল এটি একটি দুর্ঘটনা। কিন্তু তদন্ত শুরু হতেই পুলিশের হাতে একটি ভিডিও এসে পৌঁছায়। তাতেই হোটেল ম্যানেজারের কীর্তি ফাঁস হয়। পুলিশ জানিয়েছে, মৃতার দেহে আঘাতের চিহৃ রয়েছে। শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অনুমান।অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তদন্ত জারি রেখেছে।