সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :

বাড়িতে অগ্নিকান্ডে অন্তত ৬ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ১৩২ বার পঠিত

সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ ভারতের দিল্লির একটি বাড়িতে আগুন লেগে মৃত্যু হল অন্তত ৬ জনের। পশ্চিম দিল্লির পীতমপুরা এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ‍্যে ৪ জন মহিলা রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি ) রাতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলে পৌঁছায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। বাড়িটি থেকে সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৬ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আরও ২ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ। তবে হতাহতরা সকলেই একই পরিবারের সদস্য কিনা, তা এখনও স্পষ্ট নয়। এদিকে আগুন লাগার কারণ ও জানা যায়নি। যৌথভাবে তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশ এবং দমকল বাহিনী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park