সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ আসামরাজ্যে ফের ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে এক অধ্যক্ষের বিরুদ্ধে। ঘুষ নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি ) রূপী হাটের কাভাইমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ গ্রেফতার করা হয়েছে।
দূর্নীতি নিবারক শাখা অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অধ্যক্ষ বুলবুল চৌধুরীকে। অ্যারিয়ারের বিল করতে প্রত্যক শিক্ষকদের কাছে ২হাজার টাকা ঘুষ দাবি করেন অধ্যক্ষ। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ।