সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়িতে গ্রেফতার ১ জন। অভিযুক্তের নাম সুজিত দাস ওরফে দেবাকর (৩৩)। এনজেপি থানার অন্তগর্ত পাঁচকেলগুড়ি সাউথ কলোনির বাসিন্দা। জানা যায়, বুধবার (১৭ জানুয়ারি ) সন্ধ্যায় স্কুল থেকে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। অভিযোগে প্রকাশ, সেই সময় সুজিত দাস ছাত্রীকে প্রথমে ধাক্কা দেয় এবং শ্লীলতাহানি করে। এরপরই বিষয়টি বাড়িতে জানায় ছাত্রী।
ঘটনার পর ছাত্রীর পরিবারের তরফে খালপাড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে সুজিতকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি ) তাকে শিলিগুড়ি আদালতে প্রেরণ করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।