সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ জাল্লিকাট্টুর আসরে ফের বিপত্তি। ভারতের তামিলনাড়ুর ঐতিহ্যবাহী এই খেলায় বুধবার (১৭ জানুয়ারি ) প্রাণ হারালেন ২ জন। আহত হয়েছেন কমপক্ষে ৭০ জন।
মৃতদের মধ্যে একজন নাবালক ছিল। তামিলনাড়ুর এই প্রাচীন খেলার নিয়ম, ছুটন্ত ষাঁড়কে কৌশলে কাবু করা। কিন্তু ক্ষিপ্ত ষাঁড়ের গুঁতোয় বছরের পর বছর বহু মানুষ প্রাণ হারান। তামিলনাড়ুতে পোঙ্গলের অংশ হিসেবে ষাঁড় মানুষের মধ্যে এই খেলা দেখা যায়।
তামিলনাড়ুর পাশাপাশি কর্ণাটকে ও জাল্লিকাট্টু ব্যাপক জনপ্রিয়। মহারাষ্ট্রে ও জাল্লিকাট্টু আসর বসে। বুধবার (১৭ জানুয়ারি ) তামিলনাড়ুর শিবগঙ্গায় জাল্লিকাট্টুতে ২৭১ টি ষাঁড় অংশ নেয়। মাদুরাইতে ও ষাঁড়ের গুঁতোয় আহত হয়েছে ৩ জন।