সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়িতে ৯ বছরের এক নাবালিকাকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠলো প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়, গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ধৃতের নাম বলাই সাহা।
জানা যায়, বুধবার (১৭ জানুয়ারি ) দুপুরে খালপাড়া ফাঁড়ির অন্তগর্ত এলাকায় ৯ বছরের এক নাবালিকা বাড়িতে একা ছিল। সেই সময় প্রতিবেশী এক বৃদ্ধ বাড়িতে ঢুকে নাবালিকার মুখে চেপে ধরে ধর্ষনের চেষ্টা করে। ওই সময় নাবালিকার মা বাড়িতে চলে আসে।
ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে খালপাড়া ফাঁড়ির পুলিশ পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।