সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

প্রকাশ‍্যে স্কুল ছাত্রীর গলায় ছুরি যুবকের 

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ১৭১ বার পঠিত

সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ ইভটিজিংয়ের প্রতিবাদের শাস্তি। প্রকাশ‍্যে স্কুল ছাত্রীর গলায় ছুরি চালাল যুবক। মঙ্গলবার (১৬ জানুয়ারি ) দুপুরে এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হল ভারতের পশ্চিমবঙ্গের পুরাতন মালদহ। অভিযোগ, স্কুল থেকে ফেরার পথে ওই যুবক পথ আটক করে সহপাঠীদের সামনেই ৮ম শ্রেনীর ছাত্রীর গলায় ছুরি চালায় যুবক।

শরীরের বিভিন্ন অংশেও আঘাত করে। কিশোরীকে খুনের চেষ্টা করা হয়। চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারী যুবক পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় ওই স্কুলছাত্রীকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে  নিয়ে যায় স্থানীয়রা।সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মেয়েটি।

পুলিশ জানিয়েছে, কটুক্তির প্রতিবাদ করায় মেয়েটি আক্রান্ত হয়েছে। রাস্তায় সিসিটিভি ক‍্যামেরায় ধরা পড়েছে। হামলার সেই ছবি পুলিশ ইতিমধ্যেই সেই ভিডিও, ছবি সংগ্রহ করেছে। এলাকার বাসিন্দা উজ্জ্বল মন্ডল (২৩) নামে এক যুবক হামলা চালায় বলে অভিযোগ। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক শীর্ষ টাইমস
Customized By Shakil IT Park