সুজন চক্রবর্তী, আসাম ভারত প্রতিনিধিঃ ভারতের পাঞ্জাবের হোশিয়ারপুর জেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৩ পুলিশ। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
বুধবার (১৭ জানুয়ারি ) সকালে হোশিয়ারপুর জেলার মুকেরিয়ানে দুর্ঘটনার কবলে পড়ে পাঞ্জাব পুলিশের একটি বাস। বাসে কমপক্ষে ৩০ জন পুলিশ কর্মী ছিলেন।
জলন্ধরের পাঞ্জাব আর্মড পুলিশ ইনস্টিটিউশন থেকে গুরুদাসপুরে যাচ্ছিলেন পুলিশ কর্মীরা। সকাল ৭ টার মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে। হোশিয়ারপুরের সিনিয়র পুলিশ সুপার সুরেন্দ্র লাম্বা দুর্ঘটনাস্থল পরিদর্শন করার পর সাংবাদিকদের জানান, নিহতদের নাম সহকারী সাব- ইন্সপেক্টর হরদেব সিং, সিনিয়র কনস্টেবল গুরুপ্রীত সিং, মহিলা কনস্টেবল শালু রানা। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।