ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় থানা পুলিশ গোপনে অভিযান পরিচালনা করে মনতাজ আলী (৫০) গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ১৭ জানুয়ারি (বুধবার) রাতে রানীশংকৈল উপজেলার ২নং নেকমরদ ইউপির অন্তর্গত নেকমরদ বাজারের ধানহাট থেকে ১৫০ (একশত পঞ্চাশ) শুকনো গাঁজাসহ হাতে নাতে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের খেরবাড়ী মেহেদী সাগর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান- গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রানীশংকৈল থানায় মামলা দায়ের করার পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।