সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ বিয়ের পরই বিতর্কে আমির খানের মেয়ে ইরা। ঠোঁটের ফাঁকে সিগারেট নিয়ে ছবি তুলেছিলেন তিনি। সেই ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তাতেই সমালোচনা শুরু হয়ে যায়। কটাক্ষ, বিদ্রুপ ও করা হয়েছে। গত কয়েকদিন ধরে বিয়ে নিয়েই ব্যস্ত ছিলেন ইরা। প্রথমে সারেন রেজিস্ট্রি। তাতে আবার শর্টস - স্যান্ডো পরে আসেন বর নূপুর শিকরে। যা নিয়ে বিস্তর চর্চা হয়।
সোমবার ( ১৫ জানুয়ারি ) বিয়ের আগের মুহূর্তের কিছু ছবি শেয়ার করেন ইরা। সেখানেই সিগারেট নিয়ে তোলা ছবিটি রয়েছে। যার কমেন্টবক্সে লেখা হয়েছে, " আমির খানের মেয়েই এতটা নির্লজ্জ হতে পারে। যে মদের পার্টির ও ছবি শেয়ার করতে পারে।" ঈশ্বরকে কি মুখ দেখাবে ----" এমন কথাও লেখা হয়েছে।